বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে
মেয়েরা বিক্ষোভ চালিয়ে গিয়েছে। মাথায় গুলি করার হুমকি সত্ত্বেও, মেয়েরা শ্লোগান দিতে পিছপা হয়নি। রূপকথার চেয়েও আশ্চর্য মনে হয় এসব। মনে রাখতে হবে, ২০২১এর আগস্টে ক্ষমতা দখলের পরেপরেই আফগানভূমে সমস্ত ধরনের প্রতিবাদ-বিক্ষোভকে তালিবান নেতৃত্ব নিষিদ্ধ ঘোষণা করে। এর পরেও মেয়েদের এই যে স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে আসা, তাই দেখিয়ে দিচ্ছে আজ – নতুন প্রভাতের আগমন আসন্ন। দশ্ত-এ-বার্চি এলাকাতে এখনও ঝুলে রয়েছে ৩০শে সেপ্টেম্বরের হামলাতে শহীদের মৃত্যু বরণ করা দুই হাজারা কিশোরীর ছবি। দুজনেই তারা এঞ্জিনিয়র হতে চেয়েছিল।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 07 October, 2022 | 407 | Tags : Hazara Genocide Afghanistan Kabul Bamyan