“জানবেন, আমাদেরও একজন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী আছেন!”

মণিপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে, এমন এক সময়ে দাঁড়িয়ে, প্রধানমন্ত্রীর দপ্তর যখন নীরব, স্বরাষ্ট্রমন্ত্রক কার্যক্ষেত্রে কোনও ব্যবস্থা নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ, তেমন এক সময়ে বোধহয়, অন্ততপক্ষে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফে অথবা জাতীয় শিশু ও মহিলা কমিশনের তরফে সামান্যতম সহানুভূতি (empathy) ও সহমর্মিতা (compassion)এর বার্তা আসা উচিত ছিল, অন্তত এমনটাই আমরা ভেবেছিলাম।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 11 August, 2023 | 206 | Tags : Manipur   Women and Childcare Department  Smriti Irani National Comission for Women