South Kolkata Society for Empowerment of Women (SEW) is a voluntary organization. Since 2010 the organization is demanding legal rights for Muslim women in India. Our main demands are: End the practice of triple talaq. Divorce should take place through court. End polygamy. End halala marraige. Inheritance should be equally divided between men and women. While demanding these basic rights, we also strongly oppose the appropriation of the causes, especially the issue of triple talaq, by the right-wing Bharatiya Janata Party (BJP). The appropriation comes from a place of Islamophobia which resulted in laws that criminalizes Muslim men instead of providing any relief to the Muslim women. SEW stands against such misuse and apporpriation of the struggle of Muslim women.
সাউথ কলকাতা সোসাইটি ফর এমপাওয়ারমেন্ট অফ উইমেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থা ২০১০ সাল থেকে মুসলিম মহিলাদের আইনি অধিকার নিয়ে আন্দোলন করছে। এই সংস্থার মূল দাবি- ১। মুসলিম মহিলাদের বিবাহ বিচ্ছেদ আদালতের মধ্যে হবে। ২। বহু বিবাহ বন্ধ করতে হবে। ৩। হালালা বিয়ে বন্ধ করতে হবে। ৪। নারী ও পুরুষকে উত্তরাধিকার সম্পত্তির সমান অধিকার দিতে হবে। এইগুলোই সংস্থার মূল দাবি। তবে তালাক নিয়ে বিজেপির প্রচার ও আইনের বিরোধিতা করছি আমরা। কারণ সেখানে মহিলাদের কোন অধিকার নেই। মুসলিম পুরুষদের কারাবন্দি করার চক্রান্ত রয়েছে। মুসলিম মহিলাদের অধিকার আন্দোলনের ওপর যেকোনো আগ্রাসনকে রুখে দিয়েই এই সংস্থা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে।