‘ফটোগ্রাফার মাসিমা’ অন্নপূর্ণা দত্ত (১৮৯৪-১৯৭৬)
নিজস্ব স্টুডিও বা দোকান কিছুই তাঁর ছিল না। উচ্চকোটির মানুষ যাঁরা, তাঁদেরই বাড়িতে গিয়ে, সেই উচ্চকোটির মানুষদের পর্দানসীন অর্ধাঙ্গিনী অথবা অন্তঃপুরবাসিনী অন্যান্য মহিলাদের ছবি তুলতেন তিনি। নিজে ‘পর্দা’র আড়াল ছাড়লেও, মূলত ‘পর্দা’র অন্তরালে থাকা মানুষদেরই ইতিকথা ফ্রেমে বন্দী করতেন অন্নপূর্ণা দত্ত, বাংলা তথা ভারতের অন্যতম প্রথম পেশাদার মহিলা আলোকচিত্রী।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 12 September, 2023 | 455 | Tags : hotography and Photographer Female Photographer Annapurna Dutta Aruna Asaf Ali Nellie Sengupta Sarojini Naidu