সে যুগের শারীরবিদ্যার ‘জননীরা’

‘গ্রে’জ এ্যানাটমি’র অনেক আগে থেকেই শারীরবিদ্যা বা এ্যানাটমি নিয়ে বিজ্ঞানী মহলে গুরুগম্ভীর চর্চা হয়েছে। এমনকী একজন মানুষের দেহবিন্যাসকে বা দেহতন্ত্রকে যে সঠিক ভাবে চিত্রিত করে অথবা মডেলের সাহায্যে শিক্ষার প্রয়োজনে ফুটিয়ে তোলা উচিত, বর্ণনা করা উচিত— সেই নিয়েও যথেষ্ট পরিমাণে কাজ হতে পেরেছে। আর সেখানেও, পুরুষ গবেষকদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন নারী প্রতিভূরা, যথাক্রমে মেরি মার্গেরিট বিহেরঁ এবং আনা মোরান্দি মাঞ্জোলিনি। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ১০)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 22 February, 2021 | 880 | Tags : Series on Female Scientists Anna Morandi Manzolini Henry Gray Gray’s Anatomy