একইসঙ্গে যাঁরা নারী ও উদ্বাস্তু, তাঁদেরই প্রসঙ্গে দু’কলম

পরিবেশ পরিবর্তনের কারণে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উদ্বাস্তু হয়ে পড়া মানুষদেরই আজ আমরা ‘আবহাওয়া শরণার্থী’ বলে চিহ্নিত করি। তথ্য আরও বলছে - এই বিপুল সংখ্যক যে উদ্বাস্তু জনতা, তাদেরও মধ্যে ৮০%ই হলো নারী, শিশু অথবা বয়স্ক বা অসুস্থ মানুষ। তাদের উপরেই আজ প্রকৃতির প্রতিশোধ সবচাইতে বেশি করে নেমে আসতে পেরেছে। মেয়েরা বরাবরেরই উচ্ছিষ্টের জাত। কাজেই উদ্বাস্তু হয়ে আসার পর শরণার্থী শিবিরগুলিতে কায়িক পরিশ্রম থেকে শুরু করে সবধরনের শোষণেরই শিকার হতে হয় তাদের।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 04 June, 2023 | 416 | Tags : Climate Change  World Environment Day  Climate Refugee Exploitation of Women