এ লজ্জার কোনও ভাষা নেই
আক্রান্ত একজন মহিলার স্বামী ২৮ বছর ভারতীয় সেনাতে চাকরি করেছেন। তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন, কার্গিল, শ্রীলঙ্কা প্রভৃতি এলাকাতে যুদ্ধ করে এসেও, নিজের স্ত্রীকে ‘এই লাঞ্ছনা’ থেকে বাঁচাতে তিনি অপারগ হয়েছেন। মণিপুরের মুখ্যমন্ত্রী বলেছেন, “১০০র উপরে এমন ঘটনা ঘটেছে! সেই কারণেই ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।” চতুর্দিকে আজ নিনাদিত হোক “জয় শ্রী রাম!”এর উচ্চারণ। সিয়ারামের দেশ নারীর দেশ হতে পারে কিনা জানিনা, কিন্তু রামচন্দ্রের দেশ নারীর জন্য নয়। ব্যক্তিগত উপলব্ধি কেবল এইটুকুই।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 23 July, 2023 | 471 | Tags : Manipur Violence Exploiting Women for Politics Shame Human Rights