এক বিদ্রোহের উদযাপন – ফারো ফারুখজাদের কবিতা

ফারো ফারুখজাদ নিজেকে উজাড় করে মেয়েদের কথা বলেছিলেন। মেয়েদের চাওয়াপাওয়া, বাসনা, ইচ্ছের কথা বলেছিলেন। কোনও রাখঢাক না করেই বলেছিলেন। যে কারণেই আজীবন এক ভীষণ একাকীত্বের সঙ্গে তাঁকে লড়াই করে আসতে হয়েছে। তিনি বলেছিলেন, “সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে পুরুষ ও নারীর দৃষ্টির বিভিন্নতা থাকে, প্রতিক্রিয়ার বিভিন্নতা থাকে, এমনকি প্রতিক্রিয়ার গভীরতারও বিভিন্নতা থাকে। কিন্তু কেউ যদি লিখতে বসার আগে আমি পুরুষ অথবা আমি নারী ভেবে সাহিত্য সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাহলে তা আর সাহিত্য থাকে না।”

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 24 August, 2022 | 322 | Tags : Forugh Farrokhzad  Iranian Female Poet  Feminism  Celebration of Life  Documentary Film Maker