নিষিদ্ধ এক উপাখ্যান (যা আপনাকে অস্বস্তিতে ফেলতে চায়)

 আমরা জানিনা এর সমাধান কোথায়। আদিমতম পেশার তকমাতে সাজিয়ে, দীর্ঘ সময় ধরে এক নিষিদ্ধ, অপমানজনক, নোংরা পেশার অপমান লেপে দিয়ে – আমরা একে প্রজন্মের পরে প্রজন্ম পেরিয়ে ধারাবাহিক এক নরকে পরিণত করেছি। আইনি সহায়তা, স্বেচ্ছাসেবকদের প্রাণপাত পরিশ্রম কিছুতেই এদের অবস্থার সামগ্রিক পরিবর্তন সম্ভব কিনা বুঝে উঠতে পারিনা। আমরা আইনের মাধ্যমে এদের স্বীকৃতি দিলেও, সামাজিক ও মানসিক স্বীকৃতি যতদিন না দিতে পারব – ততদিন এরা উচ্ছিষ্ট হিসেবে বেঁচে থাকবে। আজ, দৌলতদিয়ার নিষিদ্ধপল্লীর উপাখ্যান।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 06 August, 2022 | 415 | Tags : Sex Worker  Sex Trafficking  Human Trafficking   Climate Change Bangladesh and India