পারভিন ফাতিমাকে নোটিস না পাঠিয়ে বুলডোজারে গুঁড়িয়ে দিল বাড়ি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পারভিন ফাতিমার বাড়ি। বেআইনি নির্মাণকাজের অভিযোগ তুলে ভেঙে ফেলা হয়েছে বাড়িটি। কিন্তু বাড়ি ভেঙে ফেলা হবে এমন আগাম কোনও নোটিস পারভিন ফাতিমার নামে আসেনি। বেআইনি নির্মাণের অভিযোগ তুলে প্রশাসনই বেআইনি পথে, বাড়ির মালিককে না জানিয়ে বাড়ি ভাঙল।
by সিউ প্রতিবেদক | 16 June, 2022 | 330 | Tags : demolished home perveen fatima proyagraj