জরিনার অসন্তোষ সম্পত্তির হক্‌ নিয়ে

আমার বয়স পঞ্চান্ন বছর। বাকি জীবনটা লাথি-ঝাঁটা খেয়ে বেঁচে থাকতে হবে? আমার মতো বহু মায়ের দায়িত্ব ছেলেরা এভাবেই পালন করে। আমার এই বিপদ থেকে বুঝতে পারছি প্রত্যেক মেয়ের নিজের উপার্জন দরকার। উপার্জন করার ক্ষমতা আমারও ছিল। সে ক্ষমতা স্বামীর গৃহে ব্যয় করেছি। ছেলে মানুষ করার  আন্তরিক তাড়নায় আর ব্যস্ত স্বামীর সংসার সামলানোর তাগিদে উপার্জনের ভাবনা বাদ দিয়েছিলাম। সেই স্বামী দিল ভাসিয়ে, ছেলে দিচ্ছে তাড়িয়ে।

by সিউ প্রতিবেদন | 25 April, 2021 | 699 | Tags : muslim women deprived property patriarchy