সাহিত্যে নারীত্বের নির্মাণ (পর্ব-৩)

ইন্দির ঠাকরুন বিধবা তাই পুনরায় বিয়ে করতে পারেননি। পরিবার ও সমাজের কাছে বিধবারা কোন মর্যাদা পেতেন না। আবার সর্বজয়ার চরিত্র চিরন্তন মমতাময়ী মায়ের। দারিদ্র্যের সংসারে ইন্দির ঠাকরুনকে বাড়তি মনে করেছেন। সর্বজয়া পুত্র অপূর্বর প্রতি একটু বেশি পক্ষপাত করেছেন। তাকে পাঠশালা পড়তে পাঠিয়েছেন। অনেক ক্ষেত্রে দুর্গা মেয়ে বলে তার সঙ্গে অন্যায় আচরণ করেছেন। আমাদের মনে প্রশ্ন জাগে কেবলমাত্র দারিদ্র্যের কারণেই কী এই পুত্র-কন্যার বিভেদ? নাকি পিতৃতন্ত্র মানসিকতার ফল?

by তামান্না | 27 August, 2022 | 858 | Tags :  patriarchal female characters in literature series three