মাহসা আমিনি
এই মূহুর্তে আপনার সামনে যে মশাটা ভনভন করছে কিংবা ক্ষুদ্র একটি লাল পিপীলিকা যাতায়াত করছে, তাকে যেমন অবলীলায়, হেলাফেলায় চপেটাঘাতে বিনাশ করা যায়, ঠিক তেমন করেই হিজাবের একাংশ একটু বেঁকে গেলেই, একটা চুল বেরিয়ে থাকলে, কপালের একটা দিক একটু বেশি বেরিয়ে গেলেই, নিমেষেই নারীদের 'ঘ্যাচাং ফু' করে দেওয়া যায়। এই সকলের মূলে কে আছে তা আমাদের অজানা নয়, পর্দা, হিজাব, নেকাব, অশালীনতা, শালীনতা প্রোগ্যামিং করে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে।
by তামান্না | 19 September, 2022 | 859 | Tags : misogyny mahasa amini iran