#আইএমমাহসা

চুল কেটে, টপলেস হয়ে ইরানের নারীরা তাঁদের চুল ও শরীরের একচ্ছত্র অধিকার কেবলই তাঁহার, কোনো নানা, চাচা, দাদা,আব্বাদের নহে এই কথাই জানান দিচ্ছেন। তা এহেন অবস্থায়, মাহসার মৃত্যুকে কিছু চাচ্চু 'ডাল-ভাতের' মত তুচ্ছতাচ্ছিল্য করছেন। এমন মৃত্যু তো খুব স্বাভাবিক। কোনো বেটাচ্ছেলে তো  আর মরেনি বাপু! সুতরাং  এত লাফালাফির কী আছে! মাহসার মাথার সামনের কিছু চুল হাওয়ায় উড়ছিল, সেই জন্য তাঁর প্রাণপাত হয়েছে। নারীর চুল হাওয়াতে উড়বে, ভারি অন্যায় কথা!

by তামান্না | 27 September, 2022 | 537 | Tags : mahsa amini human rights women's life matter