পরদেশি জরায়ু

ব্যথা ক্রমশ তীব্র ও প্রসারিত হয়ে চন্দ্রগ্রহণের মতো ধীরে ধীরে অধিগ্রহণ করে ফেলেছে আলেয়া বেগমের জরতি শরীর। এ সময় চাঁদের মতোই থরকম্পন তৈরি হয় শরীরে। প্রচণ্ড ব্যথায় চুরমার আলেয়া বেগমের শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ। শরীর নিথর-নিস্তব্ধ এই মাত্র শেষনিশ্বাস বেরিয়ে পড়া লাশের মতো।

by চন্দন আনোয়ার | 03 March, 2023 | 544 | Tags : chondon-anwar-short-story pordeshi jarayu