সুড়ঙ্গ
হেমন্তের নরম রোদ সকালটাকে মোহময়ী করে তুলেছে। সকালের রাউন্ড দেওয়াটা উপভোগ্য হয়ে উঠেছে সুনেত্রার কাছে। বেশির ভাগ মেয়েই এখনো বিছানা ছাড়েনি। আলস্য গায়ে মেখে বালিস আঁকড়ে পড়ে আছে। চায়ের ঘণ্টা বাজলে তবে উঠবে। একটা ঘরের সামনে থমকে দাঁড়িয়ে পড়ল সে। ভিতর থেকে বন্ধ দরজায় ধাক্কা দিতে দিতে তারস্বরে চেঁচাচ্ছে মেয়েটি- দরজা খোলো-ও-ও!... কারাবন্দি রেহেনার গল্প।
by মীরা কাজী | 14 November, 2023 | 224 | Tags : short story surango Bengali rape victim