- 04 December, 2022
- 0 Comment(s)
- 236 view(s)
- লিখেছেন : সিউ প্রতিবেদক
হিজাব ঠিকমতো পরেননি, চুল দেখা গেছে, সেই অভিযোগে ইরানের বাইশ বছরের কুর্দ নারী মাহসা আমিনিকে পুলিশ অত্যাচার চালায়। এই অত্যাচারের জেরে মাহশার মৃত্যু হয়। মাহশার মৃত্যুর পর ইরানের নারীপুরুষ শাসকের বিরুদ্ধে প্রতিবাদে নামেন । মেয়েরা চুল কেটে পতাকার মত ওড়ান। হিজাব, বোরখা আগুনে জ্বালিয়ে দেন। আন্দোলনকারীদের অনেকেই পুলিশের অত্যাচারে মারা যান। কারাগারে বন্দি হন বহু মানুষ। ইরানের হিজাব- বিরোধী আন্দোলনকে সমর্থন জানান বিশ্বের বহু দেশের নাগরিক। আফগানিস্তানের মেয়েরাও মৃত্যুভয় উপেক্ষা করে ইরানের হিজাবি- বিরোধী আন্দোলনকে সমর্থন জানান। ভারতের কিছু সংগঠনও ইরানের আন্দোলনকারী নাগরিকদের পাশে দাঁড়াতে মিটিং-মিছিলের আয়োজন করে। দীর্ঘ দু মাসের বেশি আন্দোলনের চাপে ইরানের খামেইনি শাসক হিজাব আইনে সংস্কার আনার ইঙ্গিত দিয়েছে। ইরানের সংগ্রামী মানুষদের জানাই কুর্নিশ।
0 Comments
Post Comment