সান দিয়েগো’র এক মায়ের গল্প (!)

সাম্প্রতিক একটি প্রবন্ধে দেখেছি, মেয়েদেরকে মায়ের জাত বলে তাঁদেরকে ‘স্নেহ-পরবশ’ একটি ঠুনকো খোলসে মুড়ে রাখার, চমৎকার একটি ব্যর্থ প্রচেষ্টা করা হয়। এই সূত্রে মনে পড়ল, মারিয়ার নোবেলপ্রাপ্তির খবরে সান দিয়েগোর একটি সংবাদপত্রে শিরোনাম হয়েছিল, “সান দিয়েগো মাদার উইনস নোবেল প্রাইজ”। বিজ্ঞানীর চেয়েও মাতৃ পরিচয়টাই ছিল সেখানে মুখ্য। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ২৬)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 30 August, 2021 | 563 | Tags : Maria Goeppart Mayer Enrico Fermi Nuclear Shell Model Teller’s Super Bomb Series on Female Scientists