বর্ণপরিচয়ের জন্মদিন
বিদ্যাসাগরের বর্ণপরিচয় যে-কোনো বাঙালি শিশুর প্রথম মুখেভাতের আনন্দ। প্রথম উচ্চারণের সুখ। মূলে শিক্ষা ও মনঃস্তাত্ত্বিক বিকাশ, পরে জোরদার সামাজিক আন্দোলন। নারীরা সেসময়ে বিধবাবিবাহের সপক্ষে পথে নেমে প্রতিবাদে সামিল হতে না পারলেও, জোরালো একটি সামাজিক পরিবর্তনের পূর্বে সেই উন্নয়নের চালিকাশক্তিকে তার জন্য গড়ে তোলা প্রয়োজন। শিক্ষালাভের পরেই কেবল ফললাভের প্রকৃত গুরুত্ব অনুধাবন করা চলে। নচেৎ সে কেবল খাতায় কলমে অধিষ্ঠিত হয়ে থেকে যায়। বিদ্যাসাগর সে কথাকে উপলব্ধি করেছিলেন।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 27 September, 2023 | 1071 | Tags : Vidyasagar Female Education Barnaparichay Widow Marriage Importance of Education