সাবিত্রীবাঈ ফুলে : মৃত্যুদিনে স্মরণ

প্লেগে আক্রান্তদের সেবা করার জন্য সাবিত্রীবাঈ  তাঁর ছেলে যশবন্তকে নিয়ে ১৮৯৭ সালে পুণে শহরে একটি ক্লিনিক চালু করেছিলেন। এক মাহার পরিবারের ছেলেকে পিঠে করে ক্লিনিকে নিয়ে এলেন সাবিত্রীবাঈ। ফলে নিজের শরীরে বাসা বাঁধলো এই ছোঁয়াচে রোগ। আর তাতেই ওই বছরের ১০ই মার্চ প্লেগ রোগেই আক্রান্ত হয়ে মারা গেলেন সাবিত্রীবাঈ ফুলে।

by শাম্মা বিশ্বাস | 10 March, 2023 | 519 | Tags : Savitribai Phule teacher Indian social reformer educationalist poet