বেলারুশের লড়াই – এক বাঁশুরিয়ার কাহিনী
পর্দাতে বড় বড় করে নাম ভেসে উঠেছে, মারিয়া কালেসনিকাভা – ফ্লুটিস্ট, তলায় লেখা বিরোধী রাজনৈতিক কর্মী, বেলারুশ। মারিয়ার প্রথম পরিচয় তিনি শিল্পী। তিনি একজন বাঁশুরিয়া। জার্মানির স্টুটগার্ট শহরে স্টেট ইউনিভার্সিটি অব মিউজিক এ্যাণ্ড পারফর্মিং আর্টস থেকে তিনি দু’দুটি স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী। বেলারুশ এবং জার্মানিতে একাধিক নামজাদা সঙ্গীত সম্মেলনে তিনি অনুষ্ঠান করেছেন। কিন্তু এই মুহূর্তে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। কেউই সঠিক করে জানাতে পারছে না, ঠিক কি কারণে এমন ভাবে মারিয়ার শারীরিক অবনতি ঘটল।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 01 December, 2022 | 275 | Tags : Maria Kalesnikava Sviatlana Tsikhanouskaya Veranika Tsapkala Democratic opposition in Belarus Sakharov Prize for Freedom of Thought Yuriy Kerpatenko Volodymyr Vakulenko