স্থিতপ্রজ্ঞা সোফিয়ার কাহিনি
এক অনন্ত জীবন জুড়ে থাকা বিভিন্ন সময়কালের মধ্যেও তিনি যে কোনোদিনই ক্লান্ত হলেন না। অথচ দাদা টাইকো ব্রাহের প্রয়াণের পরেও যাঁর কর্মধারা অক্ষুণ্ণ রইল আরও চল্লিশ বছর। ডেনমার্কের অখ্যাতা রাজকুমারী তো তিনিই। সোফিয়া ব্রাহের সাম্রাজ্যের পরিমাপ তাঁর ধনসম্পত্তিতে নয়। তাঁর সাম্রাজ্য লুকিয়ে রয়েছে তাঁর বিজ্ঞানে, তাঁর গাছ-গাছালি – রোগচিকিৎসায়, তাঁর বংশলতিকার গবেষণায়, তাঁর বহুমুখিতায়। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ৮)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 25 January, 2021 | 737 | Tags : Sophia Brahe Tycho Brahe Astronomy Horticulture Genaelogy Uraniborg Research Laboratory Series on Female Scientists