সম্মান রক্ষার্থে হত্যার শিকার : টিবা আল আলি
টিবার মৃত্যু সত্যি একটি হৃদয়বিদারক ঘটনা। এখনও বিশ্বের অনেকাংশে নারীর অধিকার এবং নিরাপত্তা হুমকির মুখোমুখি দাঁড়িয়ে। সত্যিকারের অর্থে পরিবর্তনের খুব প্রয়োজন। ক্ষমতার বিরুদ্ধে আমাদের বিরোধিতা জারি রাখতে হবে। যাঁরা সহিংসতার শিকার হয়েছেন তাঁদের ন্যায়বিচারের জন্য আমাদের লড়তে হবে। আমাদের অবশ্যই অবশ্যই আওয়াজ তুলতে হবে। এমন একটি বিশ্বের জন্য লড়াই চালিয়ে যেতে হবে; যেখানে নারীরা স্বাধীনভাবে এবং নিরাপদে বসবাস করতে পারেন।
by তামান্না | 11 February, 2023 | 254 | Tags : Tiba al ali honor killing women’s life matter patriarchal humans right stop killing women gender biased