সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতৃচোখে মেয়েরা (পর্ব-২)

অন্ধকারাবৃত এই সময়ে রমরমিয়ে চলছে নারীবিদ্বেষ মূলক- ট্রোলিং, সাইবার বুলিং, কদাকার মিম, অর্ধশিক্ষিত ইউটিউবারদের কদর্য ভিডিও। চাইলেই আমরা সামাজিক মাধ্যমে একজন নারীর চরিত্র তুলে গালি দিতে পারি না, স্রোতে গা ভাসিয়ে, হেলিয়ে, দুলিয়ে ভুলে ভরা এক দুনিয়া গড়তে পারি না। সমাজের সব শ্রেণির  নারীদের প্রতিনিয়ত সন্তর্পণে চরিত্রের শংসাপত্র নিয়ে, দুরু দুরু বুকে ঘুরে বেড়ানো সম্ভব না; সব দেখে মনে হচ্ছে, আমাদের কানে তুলো, পিঠে কুলো বেঁধে আগামীতে কন্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হবে!

by তামান্না | 25 June, 2022 | 376 | Tags : cyberbullying  trolling   misogyny   Patriarchal   social media harassment