কয়েকজন বিপ্লবী বাঙালি নারীর কথা
দেশের স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়ে, সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই ভারতের অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন বাঙালি নারীরা। তবে তাঁদের মধ্যে সামান্যই লিপিবদ্ধ হতে পেরেছেন ইতিহাসের পাতায়। বাকি অযুত বীরাঙ্গনার নাম তলিয়ে গেছে অবহেলা আর বিস্মৃতির গহ্বরে। কতটুকুই বা আমাদের জানার ক্ষমতা! মুক্তি ও চেতনামন্দিরের সোপানতলে সেইসব অচেনা আত্মত্যাগী নারীদের চরণে শতকোটি শ্রদ্ধা।
by সরিতা আহমেদ | 04 October, 2025 | 155 | Tags : Bengali Women Freedom Fighters Active Role Development of the Nation