পৈতৃক সম্পত্তিতে কন্যার অধিকার

রূপকথা, পুরাণ, সমাজ থেকে সাহিত্য--সর্বত্রই রচিত হয়েছে নারীর পদানত থাকার ইতিহাস, পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার ধারাবাহিক ইতিবৃত্ত। ক্রমশ সময় বদলায়, তৈরি হয় আইন। সর্বতোভাবে না-হলেও আংশিক সুরাহা পান মহিলারা। একইসঙ্গে প্রয়োজন জন-সচেতনতা এবং মেয়েদের আত্মপরিচয়ের অনলস সন্ধান।

by দেবযানী বসু সেন | 17 February, 2021 | 1215 | Tags : Ancestral Property Equal Rights Self awareness of women Law