অপর্ণা

খুব ধীরে ধীরে একটা শীতল হালকা বাতাস বয়ে যাচ্ছে, সন্ধ্যের বার্তা বয়ে পশ্চিম আকাশ লাল হয়ে সূর্য অস্তগামী, গ্রামের ছেলে রামু B.Com. Pass করে বসে আছে। দুই বছর হলো চাষের জমিতে বাবার সাথে হাত লাগিয়েছে। চাকরি আর কোথায়….? আঁকাবাঁকা মেঠো পথ ধরে বাড়ি ফেরার পথে একটা বট গাছের পাশ দিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়ায় ! দেখতে পায় গাছে হেলান দিয়ে একটা মেয়ে চোখ বুজে বসে আছে।

by মৌসুমী দাস | 03 August, 2025 | 78 | Tags : short story Aparna Mousumi das