বিবাহিত নারী (সপ্তম পর্ব)

যাই হোক, উনিশ শতক ধরে বুর্জোয়া ধারণাগুলি কিছুটা পরিবর্তিত হয়েছিল। মধ্যবিত্ত বুর্জোয়ারা বিবাহ রক্ষা এবং বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। সেন্ট সাইমন, ফুরিয়ার, জর্জ স্যান্ড এবং বাকি সমস্ত রোমান্টিক ব্যক্তিত্ব বেশ হিংস্রভাবেই ভালোবাসার অধিকার দাবি করেছিলেন। এরপরেই ‘বিবাহিত প্রেম’ নামক সন্দিগ্ধ ধারণার জন্ম হয়, যা ছিল ঐতিহ্যগত বিবাহের সুবিধার অলৌকিক ফল।

by চন্দন আঢ্য | 03 April, 2021 | 610 | Tags : Beauvoir Balzac Love Marriage