দুধে-আলতা রঙ : পটল চেরা চোখ -শিমের মতো নাক

যদি সত্যিকার কেউ ‘র‍্যাশনাল’ হয়; কেউ যদি ‘যুক্তি’কে গুরুত্ব দেয়- তাহলে যুক্তির আধার যে ‘মানুষ’ সেই ‘মানুষকেন্দ্রিক পৃথিবীর’ নান্দনিকতায় মানুষ ‘সুন্দর’ হয়ে ওঠে- উঠতে থাকে ক্রমশ। পোশাকে, আচারে, বাক্যে, সৃষ্টিশীলতায় সে নিজেকে প্রকাশ করে এবং নিজ চেষ্টায় সুন্দর হয়ে উঠতে থাকে। ফলে প্রকাশ ভিন্ন দৃশ্যত সুন্দর অসম্ভব। আর কেউ যদি বলে সম্ভব তাহলে জানতে হবে তাতে ধাপ্পাবাজি আছে; যে ধাপ্পাবাজির কাছে বারবার এই ‘মানুষ’ নামক জীবের একটি অবলা দল অন্যের দ্বারা দলিত হয়েছে বারবার।

by সেখ আসাদ আলি | 09 August, 2023 | 495 | Tags : Beauty Women social attitude patriarchy