বিশ্বমঞ্চে বরণীয় যাঁরা – বিজ্ঞানচর্চায় বিশ্বজয়ী বাঙালিনীদের টুকরো ইতিহাস
১৯৪১, রবীন্দ্রপ্রয়াণের বছর। সেই বছরেই বিশ্বখ্যাত নেচার পত্রিকায় প্রকাশিত হয় দেবেন্দ্রমোহন বসু ও বিভা চৌধুরীর যৌথ প্রচেষ্টায় লিখিত গবেষণাপত্র ‘আলোকচিত্রের মাধ্যমে মেসোট্রন কণার ভর-নির্ণয়’। এই গবেষণা-পরবর্তীতে বিভা চৌধুরী পিএইচডি ডিগ্রি লাভের উদ্দেশ্যে ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ে বিশ্বখ্যাত পদার্থবিদ প্যাট্রিক ব্লেকেটের অধীনে ছাত্রী হিসেবে যোগ দেন। প্যাট্রিক ব্লেকেট পরবর্তীতে যখন নোবেল সম্মানে ভূষিত হন, অনেকের অনুমান সেই সম্পর্কিত গবেষণার সঙ্গেও বিভা চৌধুরী প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন!
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 14 October, 2025 | 87 | Tags : Kadambini Ganguly Bibha Chaudhuri Ashima Chatterjee Purnima Sinha Ila Majumder