সুমেধা তখন গোধূলির কাছাকাছি

তবুও সুমেধা এই পৃথিবীতেই টিকে থাকে। টিকে থাকেও বলতে ইচ্ছে করে না। একরকম ভালোবেসেই সে বাঁচতে চায়। পার্থিব অনেক সুখ এই পুঁজিবাদী সমাজ তাকে ভোগ করতে দিচ্ছে বলেই, অন্য অনেক ভালোলাগা-ভালোবাসার, ‘নগদ কেনার মতো ইচ্ছেগুলো’ই সে পূরণ করতে পায়। তবুও মাঝেমধ্যে কোনও সময়, বছর পনেরোর কমবয়সী সুমেধাকেই তার মনে পড়ে। যে সুমেধা এক নিঃশ্বাসে বিপ্লবের কথা লিখলেও, বিপ্লবী হয়ে ওঠা হয়নি তার … (ছোটগল্পে আত্মবীক্ষার উপাখ্যান)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 04 January, 2024 | 238 | Tags : Capitalism Social Dilemma Short Story