সেই মেয়ে কাদম্বিনী!

সেই মেয়ে কাদম্বিনী, স্বয়ং ফ্লোরেন্স নাইটিঙ্গেল যাঁর প্রতিভায় আশ্চর্য হয়েছিলেন। অথচ সেই সময়, মেডিকেল কলেজের এক অধ্যাপক কাদম্বিনীর বিপ্লবের বিরুদ্ধে এতটাই খড়্গহস্ত হয়ে উঠেছিলেন যে, তিনি তাঁর একটি পেপারের পরীক্ষায় কাদম্বিনীকে ফেল করিয়ে দেন। এই কারণে ১৮৮৮ সালে কাদম্বিনী এম. বি. ডিগ্রির শংসাপত্র না পেলেও, শেষ অবধি সমগ্র দক্ষিণ এশিয়াতে প্রথম মহিলা হিসেবে তিনি ডাক্তারি চিকিৎসার সরকারি ছাড়পত্র লাভ করেন। আজ সেই কাদম্বিনীর উপাখ্যান। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ২০)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 12 July, 2021 | 751 | Tags : Kadambini Ganguly Chandramukhi Basu Bethune School and College Calcutta Medical College Florence Nightingale Indian National Congress Series on Female Scientists First woman doctor South Asia