চিয়েন-শিউং য়ু!

কেবল সেবারেই নয়, পরবর্তীতে আরও অন্তত সাতবারের জন্য তাঁর নাম নোবেল পুরষ্কারের মঞ্চে বিবেচিত হলেও – কোনওবারেই তাঁর কপালে শিকে ছেঁড়েনি। পরে ১৯৭৮ সালে উলফ পুরষ্কারে সম্মানিত করে বিজ্ঞানীমহলের তরফে চিয়েন-শিউং য়ুর প্রতি অবহেলার কিছুটা পাপস্থালনের চেষ্টা করা হয়। নারীর প্রতি অবহেলা বিংশ শতকের শেষ লগ্নে এসেও ফুরোতে পারে না। উৎকর্ষ তার কাজ করে চলে, কিন্তু স্বীকৃতি? সে খবর অনন্তে বিরাজমান! নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ২৯)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 20 September, 2021 | 506 | Tags : Chien-Shiung Wu Beta Decay Nuclear Scientist Series on Female Scientists