সন্দেহ

এখন তার নিজেকে বেশ হালকা মনে হল। হোমশিখা আবার বললো, ‘তোমার ওপর এখন আর আমার কোনো রাগ নেই।’ সিদ্ধার্থের ছলছল করে ওঠা চোখের দিকে তাকিয়ে তার মনে হল কালো মেঘ সরে গিয়ে শরতের নির্মল আকাশের প্রতিবিম্ব যেন ঐ চোখে পড়েছে। হোমশিখার মন আনন্দে নেচে উঠলো, এক বিরাট প্রাপ্তির আনন্দে।

by শতরূপা সিংহ | 26 September, 2024 | 89 | Tags : Doubt bengali short story