দিদিমনির পোষাক বনাম ‘শালীনতা’

পোষাকবিধি নিয়ে পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গির আজও পরিবর্তন যে হয়নি তা এই একুশ শতাব্দীতেও পদে পদে মেয়েদের বুঝিয়ে দেওয়া হয়। বিশেষত সেই মেয়ে যদি কর্মরতা হয়, বাসে-ট্রেনে বাইরে যাতায়াত করে, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে রোজগার করে— তবে আলাদা করে তার চলনবলনের সাথে পরিধানের বিষয়টিও সমাজ নামের খুড়োর কলের নীতিবাগীশ চালকেরা নির্ধারণ করে দেয়।

by সরিতা আহমেদ | 15 July, 2021 | 906 | Tags : Clothes Patriarchy Society Fatwa Women Gender Dress politics