ঈদের উপহার

একমাস পরে বাড়ি এল সামসু। সাকিলা মাছ ভাজতে ভাজতে খুন্তিটা নামিয়ে উঠে দাঁড়ায়। এগিয়ে  যেতে গিয়ে  কী মনে করে, থমকে যায় সাকিলা।  শ্বশুর, শাশুড়ি,  এখন সামসুকে  ঘিরে থাকবে।  ওদের সামনে নিজেকে অনাহূত বলে মনে হবে সাকিলার। সাকিলা আছে জেনেও সামসু রুবির দিকে তাকিয়ে কথা বলবে।  আড় চোখে সাকিলাকে  দেখে শাশুড়ি টুক করে বলে উঠবে, “চুলোয় কিছু চাপিয়ে আসনি তো?”  শ্বশুর  সামসুর জন্য সরবত করে  আনার তাগাদা দেবে সাকিলাকে।

by মীরা কাজী | 20 April, 2025 | 69 | Tags : Eid women labour Gift short story