বিবাহিত নারী (দ্বাদশ পর্ব)
রীতি-প্রথার ওপর নির্ভর করে গড়ে ওঠা যে-কোনো বৈবাহিক সম্পর্কেরই অনেকটা সুযোগ আছে প্রেম জন্মিয়ে তোলা—এই অজুহাত হল একটি ভণ্ডামি। এমনটা দাবি করাও অ্যাবসার্ড যে, সারা জীবন ধরে ব্যবহারিক, সামাজিক ও নৈতিক স্বার্থ দ্বারা সংযুক্ত স্বামী-স্ত্রী একে-অপরকে গোটা জীবন ধরে যৌন আনন্দ পরিতোষ করবেন।
by চন্দন আঢ্য | 11 August, 2021 | 540 | Tags : Simone de Beauvoir Married Women Eroticism France feminism