বিবাহিত নারী (২৮)

বিভিন্ন ঘটনার ওপর নির্ভর করে দাম্পত্য জীবন ভিন্ন ভিন্ন রূপ নেয়। কিন্তু বেশ কিছু সংখ্যক মহিলার কাছে প্রায় একইরকমভাবে দিন কেটে যায়। সকালে তাড়াহুড়ো করে স্বামী বেরিয়ে যান স্ত্রীকে ছেড়ে। আনন্দের সঙ্গেই স্ত্রী শুনতে পান স্বামীর পিছনে পুনরায় দরজা বন্ধ হওয়ার শব্দ। কোনোরকম নির্দেশ ছাড়া স্বাধীনভাবে, অখণ্ড সার্বভৌম কর্তৃত্বে বাড়িতে নিজেকে খুঁজে পেতে স্ত্রী পছন্দ বোধ করেন। এরপর সময়মতো বাচ্চারা পালাক্রমে স্কুলে চলে যায়। সারাদিন বাড়িতে একা কাটান স্ত্রী।

by চন্দন আঢ্য | 23 June, 2022 | 371 | Tags : Feminism Simone de Beauvoir The married women series twenty eight