বোকা দিবসের জয় হোক!
মানুষের সৃজন ক্ষমতা ও মগজ মিটার এতটাই উর্বর যে, তারা যেকোনও সাধারণ দিনকে অসাধারণ দিবস উদযাপনের নাম দিতে পারে । মা দিবস, বাবা দিসব, শ্রমিক দিবস , প্রেম দিবসের মতো বোকা দিবসও এই সুপার এক্টিভ মগজের নমুনা ।
by সরিতা আহমেদ | 09 April, 2023 | 468 | Tags : April Fool Day