মণীষার ধর্ষণ কেন শুধু নারী ধর্ষণ নয় - দলিত মেয়ের ধর্ষণ
মনে রাখতে হবে ধর্ষণ কখনোই ব্যক্তি পুরুষের আবেগগত বা যৌনতা জনিত অসংযম নয়। প্রতিটা ধর্ষণের ঘটনাই আদতে ক্ষমতা, আধিপত্য আর নিয়ন্ত্রণ বজায় রাখার হাতিয়ার। বশ্যতা লাগু রাখার কৌশল। বিকাশশীল, স্বাধীনচেতা ও অনঅবদমনীয় যে কোনো প্রচেষ্টাকে ভেঙে দেবার মন্ত্র। আর এই জন্যেই হাথরাসের মণীষা নিধন কাহিনী যতবার বলব প্রতিবার ‘‘দলিত’’ মেয়ে শব্দটি ব্যবহার অত্যন্ত প্রয়োজন।
by সর্বাণী গুহ ঘোষাল | 02 October, 2020 | 950 | Tags : Rape Gang rape Caste atrocity Dalit Gender India Hathra Dalit woman Thakur