হিন্দু ব্যক্তিগত আইন ও লিঙ্গ-সাম্য

হিন্দু বিয়ে সংক্রান্ত আইন, সম্পত্তি সংক্রান্ত আইন, নাবালক ও অভিভাবকত্ব সংক্রান্ত আইন আর দত্তক ও খোরপোষ সংক্রান্ত আইন—মূলত এই চারটি আইন জুড়ে হিন্দু ব্যক্তিগত আইন তৈরি হয়েছে। এই আইন সম্পর্কে একটা চালু ধারণা হল যে, এই আইনটিতে লিঙ্গ বৈষম্য নেই। ধারণাটি পুরোপুরি ভুলও নয়। আবার পুরোপুরি ঠিকও নয়।

by সোহিনী রায় | 09 February, 2021 | 1276 | Tags : Hindu Personal Law Hindu Code Bill Gender Feminism