বিধবা মবিনা খাতুন সন্তানসহ শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত

 এই বছরের ৩০ মে মবিনা খাতুনের (নাম পরিবর্তিত) স্বামী ইরফান ইসলাম মারা যান। মবিনা খাতুনের বিয়ে হয়েছিল মুর্শিদাবাদের প্রত্যন্ত এক গ্রামে। তাঁর পিতৃস্থানও মুর্শিদাবাদেই। শ্বশুর বেঁচে আছেন তাই স্বামীর মৃত্যুর পর শ্বশুরের বসত বাড়ি, কৃষিজমিতে মবিনা আর তাঁর ছেলে কোন হক পেলেন না। মবিনা বললেন, ‘ওরা একমাসও আমাকে বাড়িতে থাকতে দেয়নি। আমাদের ছেলে তো ওই বংশের। তার কথা  ভেবে কত  হাতেপায়ে ধরলাম। তাও শুনলো না। শ্বশুর, দেওর মিলে তাড়িয়ে দিল।'

by আফরোজা খাতুন | 08 July, 2024 | 133 | Tags : Mulim- Widow Inheritance Law Patriarchy