ইসলামে দেনমোহর ও সম্পত্তির অধিকারে মহিলাদের প্রতি লিঙ্গরাজনীতি
উনবিংশ শতকের শেষ দিকে বহু মুসলিম মহিলা উত্তরাধিকার নিয়ে নিজেদের দাবি তুলেছিলেন। এর আগেও নাদুরা বেগম তার স্বামীর সম্পত্তির সমগ্র উত্তরাধিকার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। মুন্নজান বেগম প্রকৃত মালিক ছিলেন তাঁর পূর্বসূরিদের সম্পত্তির। তিনি তার প্রাপ্ত জমিদারীর প্রশাসন সুন্দরভাবে চালিয়েছিলেন এবং উইলের দ্বারা তার ভাইকে সম্পত্তি প্রদান করেছিলেন এই শর্তে যে, আদায়কৃত রাজস্ব লাভ জনক খাতায় জমা পড়বে।
by গোলাপসা খাতুন | 01 May, 2025 | 121 | Tags : Muslim property rights Discrimination patriarchy