নিকাহ্ হালালা
নিকাহ্ হালালা একটা অমানবিক ও রুচিহীন প্রথা। তালাক বিলের সঙ্গে সম্পর্কযুক্ত এই নিকাহ্ হালালা। এখানেই রয়েছে প্রতারণা। দেশবাসীকে বিভ্রান্ত করেছে ভারতের বিজেপি সরকার। এই নীতিহীন নিকাহ্ হালালা সহ বহুবিবাহ, তালাক ইত্যাদি প্রশ্নে নিষিদ্ধ করার দায়িত্ব না নিয়ে এবং মুসলিম মেয়েদের আইনি সুরক্ষা না দিয়ে বিজেপি সরকার সমাজ সংস্কারের মর্যাদায় কখনও ভূষিত হওয়ার দাবি করতে পারে কি? কারণ বাস্তব চিত্রটা বড় পৈশাচিক।
by খাদিজা বানু | 26 February, 2021 | 1608 | Tags : Muslim Women Nikah halala Muslim Personal Law BJP