একটুকরো আকাশ (পর্ব-১)
জনা কুড়ি বিভিন্ন বয়সের যুবক যুবতী, এরা সকলেই কি করে ওনার ভাই-বোন হতে পারে! ইরাবতীদিকে যতটুকু চিনেছি, উনি মিথ্যা বলার মানুষ নন। আমার মনের কথা বুঝতে পেরে ইরাবতীদি বললেন, ভাবছ তো এতগুলো ভাইবোন কি করে হয়? নিজের বলতেই রক্ত সম্পর্কিত হতে হবে এমনতো নয়। অনেক সময় অর্জিত সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বেশি আপন হয়ে ওঠে। এরা সবাই সেভাবেই আমার নিজের ভাই-বোন। এদের মধ্যে কেবল দুজন আমার সহোদর বোন।
by মীরা কাজী | 17 August, 2024 | 139 | Tags : Relation Old Lady Cousin Story