এ লড়াই ছিল হকের, সমানাধিকারের!

সুপ্রিম কোর্টের সেই রুলিংয়ের পর মহিলাদের ভিতরকার রোখটুকু যেন বোমার মতোই ফেটে পড়েছিল। আন্দোলনের পুরুষ সাথীদের বা পুরুষ নেতৃবর্গের পাশাপাশি দাঁড়িয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সেই মহিলারা সোচ্চারে জানালেন – অক্সফ্যামের রিপোর্ট অনুসারে ভারতের গ্রামীণ সমাজের ৮৫% মহিলাই কোনও না কোনও ভাবে কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত অথবা কৃষিকাজে শ্রম দিয়ে থাকেন। অথচ এই মহিলাদের মাত্র ১৩%এরই নিজেদের নামে কোনও জমি বা চাষের জায়গা রয়েছে। এই কৃষক আন্দোলন সেই দিন থেকে হয়ে উঠল সমানাধিকারের আন্দোলন। সমান হকের আন্দোলন।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 30 November, 2021 | 546 | Tags : farmers movement in India BJP Govt PM Modi withdraws three farm laws