কর্মক্ষেত্রে যৌন/মানসিক হেনস্থাঃ আমার অভিজ্ঞতা
১৯৯৬ সালে যখন পাহাড়ের সরকারী কলেজের চাকরিতে যোগদান করলাম তখনও বিশাখা নির্দেশিকা কর্মক্ষেত্রে কায়েম হয়নি। অবশ্য তখন রাজস্থানে ভানওয়ারি দেবীর মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে। ১৯৯৭ সালে বিশাখা নির্দেশিকা কায়েম হল ঠিকই কিন্তু এই ব্যাপারে আমরা সম্পূর্ণ অজ্ঞ। ভাবা যায়! চাকরি করছি কিন্তু কর্মক্ষেত্রে যৌন হেনস্থা নিয়ন্ত্রণের জন্য যে নির্দেশিকা সরকার বলবৎ করেছে তার সম্বন্ধে অবহিত নই আমরা মেয়েরা!
by অপর্ণা বন্দ্যোপাধ্যায় | 19 July, 2025 | 386 | Tags : Sexual Harassment Workplace Previous experience India