রাতদখলের আন্দোলন – এক দীর্ঘস্থায়ী লংমার্চ
তিলোত্তমার মৃত্যু এই যে বিরাট রাতদখলী-জনতাকে জাগিয়ে দিয়ে গেল, তাঁদের মিলিত পথচলার আন্দোলন দীর্ঘমেয়াদে অনেক তিলোত্তমার নিরাপত্তা সুনিশ্চিত করবে। অনেক সাধারণ গৃহবধূকে এই আন্দোলন নারীবাদের প্রথম পাঠ হৃদয়ঙ্গম করাতে সক্ষম হবে। অনেক সাধারণ মানুষকে প্রান্তিক লিঙ্গ যৌনতার স্বাভাবিক ও ব্যবহারিক ধারণা উপলব্ধি করাতে সাফল্য লাভ করবে ও দীর্ঘমেয়াদে সমাজে প্রকৃত নারীবাদী অথবা মনুষ্যত্ববাদী মানুষের সংখ্যা বাড়াতে এই আন্দোলন কার্যকর হবে।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 14 September, 2024 | 230 | Tags : Claim the Night Movement Justice for Tilottama R G Kar Movement