“কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন”
উপনিবেশিত ভারতবর্ষেই সম্ভবত কালো রঙের সঙ্গে অশুভের সমীকরণ। সেই ট্র্যাডিশন সমানে চলছে। মাঝখান থেকে বলিপ্রদত্ত হচ্ছেন আমাদের দেশের লক্ষ লক্ষ বাদামি ত্বকের মহিলা। একদিকে সামাজিক ও মানসিক মনস্তাপ, অন্যদিকে পুঁজিবাদের ফাঁদ। এই দুই ফাঁসকলে মহিলাদের শ্বাসরুদ্ধ অবস্থার বিরুদ্ধে হোক প্রতিবাদ।
by চন্দন আঢ্য | 28 June, 2022 | 1358 | Tags : Black Lives Matter India Racism Patriarchy Gender