বিস্মৃতি থেকে প্রত্যাবর্তন

রেবেকা লি ক্রাম্পলার, জন্ম ১৮৩১ – মৃত্যু ১৮৯৫। এমন একটা সময় রেবেকার জন্ম, যে সময়ে মনে করা হতো পুরুষদের মস্তিষ্ক নাকি মেয়েদের মস্তিষ্কের তুলনায় অন্তত ১০ শতাংশ আকারে বড়। মেয়েদের কাজ কেবল তাই নিজেদের সৌন্দর্যকে সংরক্ষণ করা এবং সমগ্র পুরুষ জাতির প্রতি একনিষ্ঠ আনুগত্য বজায় রাখা। এই সমস্ত কিছুকে বরণ করে নিয়ে রেবেকা লি ক্রাম্পলার এক পা এক পা করে এগিয়েছেন। আর সেই প্রতিটি পদক্ষেপ মানবতাকে এগিয়ে দিয়েছে আরও কয়েক কদম। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ২৩)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 09 August, 2021 | 824 | Tags : Rebecca Lee Crumpler Afro-American Physician New England Female Medical College Series on Female Scientists